Sunday, 13 September 2015

শ্যামা_সঙ্গীত ,





আমি সাধ ক’রে মোর গৌরী মেয়ের নাম
রেখেছি কালি |
পাছে লোকের দৃষ্টি লাগে মাখিয়ে দিলাম কালি তার, সোনার অঙ্গে মাখিয়ে দিলাম কালি ||

হাড়ের মালা গলায় দিয়ে দিয়েছি তার কেশ এলিয়ে তবু, আনন্দিনী নন্দিনী মোর দেয় রে কর-তালি |
নেচে নেচে দেয় রে কর-তালি ||

চোখে চোখে রাখি তারে পাছে সে হারায়
তাই, কালো মেয়ের রূপ লেগেছে মোর
আঁখি তারায় |
সে শ্মশান পথে বেড়ায় একা
সহজে সে দেয় না দেখা ( রে )
শুধু, বনের জবা জানে আমার মেয়ে রূপের ডালি ||

No comments:

Post a Comment