Saturday, 29 April 2017

বেদ সনাতন ধর্মের প্রধান এবং আদি ধর্মগ্রন্থ।কিন্তু জীবনে একবার এই মহানগ্রন্থ পড়ে দেখা দূরের কথা, অধিকাংশই বেদকে সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান না।

নমস্কার
আমরা সবাই জানি বেদ সনাতন ধর্মের প্রধান এবং আদি ধর্মগ্রন্থ। কিন্তু প্রায় ৯০% হিন্দু তাদের জীবনে একবার এই মহানগ্রন্থ পড়ে দেখা দূরের কথা, অধিকাংশই বেদকে সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান না।
যার ফলশ্রুতিতে ধর্মের প্রতি আমাদের অনেক ভুল-ভ্রান্তি এবং অজ্ঞতা থেকে যায়। নিজেদের গৌরবের বিষয়টুকু আমাদের জানার বাইরে থেকে যায়।
যুগে যুগে অনেক জ্ঞানী, মনীষীরা বেদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে গেছেন।বেদকে মানব-সভ্যতার বিকাশের সর্বোচ্চ স্থান দিয়ে গেছেন।কিন্তু আমরা এই মহান গ্রন্থের চর্চা করা থেকে নিজেদের বঞ্চিত রেখেছি।
আমার মনে হয় বেদকে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ ভাবলে ভুল হবে,কারন বেদে এমন অনেক বিষয়ের উপর ব্যাখ্যা করা আছে, যা আমাদের কল্পনাতীত এবং আশ্চর্যজনকও বটে।
বেদকে বলা হয় অপৌরুষেয়।অর্থ্যাৎ যা কেউ রচনা করেন নি এবং তা পরমাত্মার নিকট থেকে স্ব-নির্গত হয়েছে। আর বেদের এই শ্লোক গুলোকে মুনি-ঋষিরা প্রত্যক্ষ করেছে। তাঁরা হলেন বেদ মন্ত্রের দ্রষ্টা। বেদকে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়েছে এবং অপ্রধানত ৫ ভাগে ভাগ করা হয়েছে।প্রত্যেক ভাগে নিদিষ্ট বিষয়ের উপর বিশদ আলোচনা করা হয়েছে।
তাছাড়া বেদের অনেক বিষয় বস্তু রয়েছে যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে চতুর্বেদ অধ্যয়ন করা আমাদের সকলের পক্ষে সম্ভবপর নয়।মহর্ষি বেদব্যাস তাই মানব জাতির বুঝার স্বার্থে বেদকে চার ভাগে ভাগ করে তাঁর চার শিষ্যকে ভিন্ন ভিন্ন বেদকে প্রচারের দ্বায়িত্ব অর্পন করেছিলেন। কিন্তু আমাদের পক্ষে পুরো বেদ আয়ত্ত করা সম্ভবপর না হলেও আমাদের প্রত্যেক সনাতনদের বেদ সম্পর্কে ক্ষুদ্র হলে কিছুটা ধারনা থাকা উচিত।
তাই আজ আপনাদের চার বেদের সংক্ষিপ্ত এবং প্রাথমিক ধারনা লাভের জন্য দুটো বইয়ের পিডিএফ দেব, যা থেকে আপনারা বেদ সম্পর্কে সামান্য হলে গুরুপ্তপূর্ন অনেক কিছুই জানতে পারবেন।
বইয়ের নাম-
.
১)বেদসার সংগ্রহ;
ডাউনলোড লিংক:https://db.tt/cJVNW7bq
.
২)বেদ পরিচয়;
ডাউনলোড লিংক:https://db.tt/epzWOfLS
.
উল্লেখ্য, PDF বই পড়তে গেলে Adobe Acrobat Reader এই সফটওয়্যারটি আপনার ডিভাইসে ইন্সটল করে নিতে হবে।
যাদের ডিভাইসে এই সফটওয়্যার নেই বা ডাউনলোড করতে চান, তারা এই লিঙ্কে সফটওয়্যারটি পাবেন

1 comment: