Sunday, 13 September 2015

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়

 

বেলা শেষে ফিরে এসে পাইনি
তোমায়
কৃষ্ণ চূড়ার রংয়ে একেঁছি তোমায়
বুঝনা তুমি তার দুংখেরই ছোঁয়া
সাজিয়ে রেখ মন, মনি কোঠায়
মনে পড়ে যায় প্রস্ন হিন আজ জোসনা দুয়া
রাতের কথোপকথন,,,,?
চোঁখের ভাষায় হত যত আগামী
দিনের
সপ্নের আলাপন,,,,।
কি ভুলে করেছি আমি, আমি আমারই ভুলে, প্রতিনিয়ত আমাকে পোড়ায়,,,
আমার যত অপুর্নতায় পাড়িনি
বুঝাতে
আমি পাড়িনি তোমায়,,, ;
ভুলের মাশুল দিতে গিয়ে জীবন বরে
থাকে বিষন্নতায় শুধু বিষন্নতায়,,,।
বেলা শেষে ফিরে এসে পাইনি
তোমায়
কৃষ্ণ চূড়ার রংয়ে একেঁছি
তোমায়,,,।।

No comments:

Post a Comment