Sunday, 13 September 2015

শ্রীচৈতন্যের শ্রীমুখ হতেই এক দুর্লভ মাতৃমহিমার যশোগান শোনা যায়-


জগত-স্বরূপা তুমি, তুমি সর্ব-শক্তি।
তুমি শ্রদ্ধা, দয়া, লজ্জা, তুমি বিষ্ণুভক্তি।।
যত বিদ্যা- সকল তোমার মূর্তিভেদ।
'সর্ব প্রকৃতির শক্তি তুমি' কহে বেদ।।
নিখিল ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ তুমি মাতা।
কি তোমার স্বরূপ কহিতে পারে কথা।।
তুমি ত্রিজগৎ- হেতু গুণত্রয়ময়ী।
ব্রহ্মাদি তোমারে নাহি জানে, জানে কোই।।
সর্বাশ্রয়া তুমি সর্বজীবের বসতি।
তুমি আদ্যা অবিকারা পরমা প্রকৃতি।।
জগত-আধার তুমি দ্বিতীয় রহিতা।
মহী-রূপে তুমি সর্বজীব পালয়িতা।।
জল-রূপে তুমি সর্বজীবের জীবন।
তোমা 'স্মরিলে খণ্ডে' অশেষ বন্ধন।।
সাধুজন-গৃহে তুমি লক্ষ্মী মূর্তিমতী।
অসাধুর ঘরে তুমি কালরূপাকৃতি।।
তুমি সে করাহ ত্রিজগৎ সৃষ্টি-স্থিতি।
তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি।।
(শ্রীশ্রীচৈতন্য ভাগবত, ১৮ অধ্যায়)

No comments:

Post a Comment