Sunday, 13 September 2015

* জয় মা তারা *


* জয় মা তারা *

মায়ের পূজা চলছে, একটু পর পাঠা বলী হবে।
ভাদ্র মাসের অমাবষ্যা আজ।
অন্যান্য মাসের অমাবষ্যার চেয়ে ভাদ্র মাসের অমাবষ্যার তাৎপর্য অনেক বেশী।
মা সকলের মঙ্গল করুক ও সকল প্রকার অশুভ ছায়া থেকে সকলকে মুক্ত করুক।
সবাই বলুন * জয় মা তারা *
★ মায়ের মন্দির প্রাঙ্গণ ★
মুক্তকেশী কালী মন্দির, লাকসাম, কুমিল্লা

No comments:

Post a Comment