Sunday, 13 September 2015

অন্তরে কৃষ্ণ কৃষ্ণ বলো সারাক্ষণ



ভাবছো কি তুমি একা একা

কোথায় ডুবালে তব মন,
সময় গেলে পাবেনা সময়
আসিবেনা আর এই শুভক্ষণ।
জাগো জাগো সে নিরন্তর মন
করো শ্রী গোবিন্দের স্বরণ।
দু'দিনের এই ভবো সংসারে
সবি তো মিছে খেলা ঘর,
মায়ার মোহে উল্লাসিত হয়ে
কেবলি সত্যকে করিতেছো পর।
এখনো তো অনেক সময় আছে
জাগিয়ে তুলো তব মন,
সত্যের পথে চলো সদা
অন্তরে কৃষ্ণ কৃষ্ণ বলো সারাক্ষণ।
শুদ্ধভক্তি বিনয়ী হয়ে
করিলে হরির গুণগান,
ই'হাই তো ভবো পারে কড়ি
তাইতো তিনি বৈকুন্ঠে যান।
কৃষ্ণ কৃষ্ণ বলো মন
ভজ কৃষ্ণ সারাক্ষণ,
আসুন মন আনন্দে করি
সেই মধুরও সংকীর্তন।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম, হরে রাম
রাম রাম, হরে হরে।

No comments:

Post a Comment