Sunday, 13 September 2015
পুরীর শ্রী শ্রী জগন্নাথ মন্দির নানা অলৌকিক রহস্যে ভরা।আমরা এখানে তা তুলে ধরছিঃ
1) এই মন্দিরের কোনো ছায়া পরে না।
(2) মন্দিরের চূড়ার পতাকা বায়ুর উল্টো দিকে ওড়ে।
(3) মন্দিরের উপর আজ পযন্ত কোনো পাখি বসতে দেখা যায়নি।
(4) মন্দিরের ওপর দিয়ে কোন বিমান,পাখি উড়ে যেতে পারে না।
(5) মন্দিরের সিংহদ্বারে সমূদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়।
(6) মহাপ্রসাদ রান্না হয় পরপর সাতটি মাটির পাত্রে একসাথে(একটির উপরে আরেকটি বসানো হয়) কিন্তু রান্না হয় উপরের হাঁড়িতে সবার প্রথমে।
(7) ভক্ত সংখ্যা কম বেশি হলেও প্রসাদের কম বেশি হয় না।কেউই অভুক্ত থাকেন না।
(8)মন্দিরের রান্নাঘরের ভিতর দিয়ে গঙ্গানদী প্রবাহমান,যা বাইরে থেকে দেখা যায় না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment