Sunday, 13 September 2015

মহাভারতে ভগবান # শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী- .


১."সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুতকরে সে ঠিকই পার হয়ে যায়" -

২."যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে
পড়ে। কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে"

৩.আমি কোন জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে.!
কিন্তু যে ব্যাক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনেকরেন.. আমি সয়ং নিজেকে তার অধিন বলেই ভাবি..!! শ্রীকৃষ্ণ

৪.কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয়.কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিক ভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি

5 comments: