Sunday, 9 April 2017

ভগবান শ্রীকৃষ্ণ কেনো গোপীদের বস্ত্র হরণ করেছিলেন?





“ভগবান শ্রীকৃষ্ণ কেনো গোপীদের বস্ত্র হরণ করেছিলেন ?”


একটু ধৈর্য্য ধরে পড়ুন আপনার মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে এবং শেয়ার করে অন্যের মনের সংশয় দূর করুন।।


কিছু কুচক্রী মহল প্রায়ই প্রশ্ন করে কৃষ্ণ কেন স্নানরত নারীদের বস্ত্র চুরি করলো ?
.এর উত্তরের শুরুতেই সবাইকে জানাতে চাই বস্ত্র হরণের ঘটনাটি যখন ঘটেছিলো তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র ৫-৬ বছর। তখন গোপীনিরা বস্ত্র হীনভাবে স্নান করতো। যা ছিল সম্পূর্ণরূপে শাস্ত্রবিরুদ্ধ।
.সনাতন শাস্ত্রমতে নগ্ন হয়ে বা বস্ত্রহীনভাবে স্নান করা মহাপাপ। আর তখন গোপীনিরা সেই মহাপাপটিই করছিলো। তারা তাদের শরীরের বস্ত্র নদীর পাড়ে রেখে বস্ত্রহীন হয়ে স্নান করছিলো। আর তাদের সেই মহাপাপের শিক্ষা দিতেই শ্রীকৃষ্ণ সেইদিন তাদের পরিত্যক্ত বস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন।
.কেননা লজ্জা নারীর অন্যতম ভূষণ। কিন্তু সেইসময় গোপীনিরা সেই লজ্জাই পরিত্যাগ করে বস্ত্রহীন হয়ে স্নান করছিলো। অতঃপর কৃষ্ণ যখন তাদের বস্ত্র লুকিয়ে রেখেছিলেন তখন তারা নিরূপায় হয়ে গেলো। এতো প্রাতেঃ নদীর ঠান্ডা জলে তারা জড়োসড়ো হয়ে যেতে লাগলো। কিন্তু বস্ত্রহীন তারা কিভাবে জল থেকে উঠবে?
.তখন অনেক ক্ষমা চাওয়ার পর কৃষ্ণ তাদের বস্ত্র ফেরত দিলেন এবং প্রতিজ্ঞা করালেন যেন তারা আর কখনো বস্ত্রহীন হয়ে স্নান না করে।আর এই ঘটনার মধ্য দিয়েই গোপীনিরা চরম শিক্ষা পেলো এবং পরবর্তীতে তারা আর বস্ত্রহীন হয়ে স্নান করেনি।
অতএব পরিশেষে বলতে চাই কখনো না জেনে বুঝে শ্রীকৃষ্ণের সম্পর্কে কুকথা বলবেন না।

1 comment: