Sunday, 13 September 2015

জয় বাবা লোকনাথ


আয়রে ভাই সবাই মিলে লোকনাথ নাম স্মরণ
করি।
বিপদে সম্পদে রাখি, ওই যুগল চরণ ধরি।
মূখে বাবার নামটি নিলে, প্রাণটি যায়
অমনি গলে।
মনের গুণে দেখা মিলে ভাসিয়ে দি নামের কড়ি।
আয়রে ভাই সবাই মিলে লোকনাথ নাম স্মরণ
করি।
মহাযোগী রূপটি ধরে, এসেছেন বাবা জগতের
তরে।
এমন দয়াল অবতারে, প্রাণ ভরে প্রণাম করি।
আয়রে ভাই সবাই মিলে লোকনাথ নাম স্মরণ
করি।

জয় বাবা লোকনাথ
জয় মা লোকনাথ
জয় শিব লোকনাথ
জয় গুরু লোকনাথ
জয় ব্রহ্ম লোকনাথ

No comments:

Post a Comment