Sunday, 13 September 2015

পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ সকলের কাছেই সমান|


সমোহহং সর্বভূতেষু ন মে দ্বেষ্যোহস্তি ন প্রিয়ং |

শ্রীকৃষ্ণ কখনো কারো প্রতি বিদ্বেষ পরায়ণ নন, আবার তিনি কারো প্রতি অনুরক্তও নন | সে কথা ভাগবদগীতাতেও কর্ণনা করা হয়েছে-
সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমমৃচ্ছতি |

তিনি সকলেরই সুহৃদ | আমরা আমাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য কত ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব কামনা করি, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করি, তাহলে আমাদের সমস্ত কামনাই পূর্ণ হবে |
উপনিষদে বলা হয়েছে যে এই দেহরূপ একই বৃক্ষে দু'টি পাখি বন্ধুভাবে অবস্থান করেছে |

অতএব একথা আমাদের হৃদয়ঙ্গম করা উচিত যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ বন্ধু | শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি সকলের বন্ধু | এই বন্ধুত্ব সমভাবে বিতরিত | কিন্তু কেউ যদি ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে একজন বিশেষ ভক্তে পরিণত হন, কৃষ্ণ তার প্রতি বিশেষভাবে অনুরক্ত হন |

No comments:

Post a Comment